চট্টগ্রাম বন্দরে অনলাইন গেইট পাস চালু

1

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বন্দরে আগমন ও বহির্গমনকারী জাহাজের পণ্য ও কন্টেইনার হ্যান্ডলিং এর সামগ্রিক ব্যয় হ্রাস, দীর্ঘ মেয়াদে আন্তর্জাতিক বাণিজ্য প্রসারের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, বন্দরের সক্ষমতা বৃদ্ধিসহ স্বয়ংক্রিয় পদ্ধতিতে পরিকল্পিতভাবে অপারেশন পরিচালনার জন্য টার্মিনাল অপারেটিং সিস্টেম (টিওএস) চালু করা হয়েছে। ইতোপূর্বে, পণ্য খালাসের ডেলিভারি অর্ডার (ই-ডিও) অনলাইনও চালু করা হয়। এতোদিন পরীক্ষামূলকভাবে এটি চালু থাকলেও গতকাল মঙ্গলবার পুরোপুরিভাবে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে চালু করা হলো।
পরীক্ষামূলক চালুর পর থেকে কোনোরূপ জটিলতা না থাকায় গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান অনলাইন গেইট পাস সিস্টেমটি শতভাগ চালু করার আনুষ্ঠানিক ঘোষণা দেন।
এর আগে পণ্য লোড ও ডেলিভারির ক্ষেত্রে বন্দর এবং বন্দর এলাকায় যানজট হ্রাস, ভেহিক্যাল ট্রেকিং, মনিটরিং ব্যবস্থা সহজীকরণের অংশ হিসেবে অংশীজনদের সাথে আলোচনা করে গত ১ জানুয়ারি থেকে পরীক্ষামূলক অনলাইন গেইট পাস চালু রাখা হয়। টিওএস ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ্সের মাধ্যমে ফি পরিশোধ করে সপ্তাহের ৭ দিন ২৪ ঘন্টাতেই অনলাইন গেইট পাস পাওয়া যায়। পূর্বে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) বিভিন্ন গেইটে সরাসরি উপস্থিত হয়ে গেইট পাস সংগ্রহ করতে হতো। এতে গেইটে দীর্ঘ লাইন হতো এবং যানজট সৃষ্টি হয়ে রাস্তা ব্লক হয়ে যেতো।
এ সময় তিনি বলেন, পণ্য আমদানী-রপ্তানী কাজে নিয়োজিত সকল ভেহিক্যাল, চালক, সহকারীদের ডাটাবেইজ চবকে রয়েছে। বন্দর অংশীজনদের ভেহিক্যাল ট্রেকিং, মনিটরিং ব্যবস্থা আরো সহজ হবে, যানজট হ্রাস হবে। চবকের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার হবে এবং অপারেশনাল কাজের গতিশীলতা বৃদ্ধি পাবে। এতে কম সময়ে অধিক পণ্য হ্যান্ডেলিং করা যাবে, সামগ্রিক ব্যয় হ্রাস পাবে।
এসময় উপস্থিত সাংবাদিক, অফডক প্রতিনিধি, সিএন্ডএফ প্রতিনিধি ও ব্যবহারকারীদের প্রশ্নের উত্তরে তিনি উল্লেখ করেন, টিওএস পৃথিবীর সবচেয়ে বেশি টার্মিনালে/পোর্টে ব্যবহৃত একটি সিস্টেম। এই সিস্টেমটি আমেরিকার নেভিস এলএলসি কর্তৃক তৈরি করা এবং এই সিস্টেমের টেকনিক্যাল সাপোর্ট পার্টনার হিসেবে ডাটাসফট সিস্টেম বাংলাদেশ লিমিটেড কাজ করছে। ডাটা সিকিউরিটি এবং এপ্লিকেশন সিকিউরিটি চিন্তা করে টিওএসসহ চবকের সকল সিস্টেম জাতীয় ডাটা সেন্টার থেকে পরিচালনার উদ্যোগ নেয়া হয়েছে।
এ সময় চবক কর্মকর্তা, কর্মচারী এবং ডাটাসফট সিস্টেম বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।