চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় মহড়া

1

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় বার্ষিক মহড়া ‘সেইফ গার্ড-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। মহড়ায় বন্দরের নিরাপত্তা ও ফায়ারের কর্মীদের পাশাপাশি সেনা-নৌবাহিনী এবং পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। ১৯ ডিসেম্বর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বিভাগ নিয়ন্ত্রিণ আইএসপিএস মনিটরিং সেল এ মহড়ার আয়োজন করে।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ মহড়ায় বন্দর নিরাপত্তার বিভিন্ন দিক পরীক্ষা ও জরুরি পরিস্থিতিতে যথাযথ প্রস্তুতি নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন সংস্থার সক্রিয় অংশগ্রহণ ছিল। চট্টগ্রাম বন্দর ছাড়াও এর আওতাধীন সকল পোর্ট ফ্যাসিলিটিজ এবং পোর্ট রিলেটেড এরিয়াসমূহ স্ব স্ব প্রতিষ্ঠানে একই সময় এ মহড়া পরিচালনা করে।
এই মহড়ায় বন্দর নিরাপত্তা বিভাগ, বন্দর ফায়ার শাখা, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করে। চট্টগ্রাম বন্দরের নিরাপত্তার ক্ষেত্রে নিরাপত্তা বিভাগের পাশাপাশি এই সংস্থাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
এ বছরের মহড়ায় গেট অ্যাক্সেস নিয়ন্ত্রণ ব্যবস্থা, নৌ নিরাপত্তা, অগ্নি ও রাসায়নিক নিরাপত্তা জোরদার, যে কোন ধরনের নাশকতামূলক কর্মকান্ড প্রতিহত করা, যে কোন আপদকালীন সময়ে বন্দরের কার্যক্রম চালু রাখাসহ একাধিক গুরুত্বপূর্ণ মহড়া অনুষ্ঠিত হয়। এসব অনুশীলনের মাধ্যমে জরুরি পরিস্থিতিতে কার্যকর সাড়া প্রদানে সংশ্লিষ্ট সকল সংস্থা তাদের দক্ষতা প্রদর্শন করেছে।
উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারি মাসে আমেরিকান কোস্ট গার্ড আইপিএস টিম আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম বন্দর পরিদর্শনে আসতে পারে বলে আশা করা হচ্ছে। এ মহড়াটি বন্দরের নিরাপত্তা ব্যবস্থার সক্ষমতা ও পেশাদারিত্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আসন্ন এই সফরের জন্য চট্টগ্রাম বন্দরের প্রস্তুতি আরও সুদৃঢ় করবে। এই ধরনের মহড়া বন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।