গত ১১ মার্চ চট্টগ্রাম ফটেগ্রাফিক সোসাইটি’র ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও নব নির্বাচিত কার্য নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম এ আনন্দ উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সি পি এস এর প্রবীণ-নবীন সদস্যবৃন্দ, আলোকচিত্রপ্রেমী বন্ধু-সুপ্রিয়জন, শুভানুধ্যায়ী-সংশ্লিষ্ট অনেকের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম কাউন্সিল এর সভাপতি এস এম তৈয়ব। বিশেষ অতিথি ছিলেন প্রকৃতিপ্রেমি কথাসাহিত্যিক প্রাবন্ধিক ও চা গবেষক আমিনুর রশীদ কাদেরী। মুখ্য আলোচক ছিলেন সোসাইটির প্রতিষ্ঠাতা সম্পাদক ও সাবেক সভাপতি মউদুদুল আলম। চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির নব নির্বাচিত সভাপতি অনুজ কুমার বড়য়ার সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী মিঠু। শুভেচ্ছা বক্তব্য রাখেন সোসাইটির সাবেক সভাপতি আলোকচিত্র সাংবাদিক দেবপ্রসাদ দাস দেবু, সাবেক সাধারণ সম্পাদক আলোকচিত্রী শোয়েব ফারুকী, আজীবন সদস্য এম এ তৈয়ব ও এমরান মিয়া চৌধুরী, বিদায়ী সভাপতি মইনুল আনাম, সহ সভাপতিদ্বয় বাসব শীল ও এম এ মোনায়েম বাপ্পী প্রমুখ। প্রধান অতিথিকে পুস্পস্তবক দিয়ে ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেন যথাক্রমে সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মেরাজ মন্টু ও নির্বাহী সদস্য কাবেরী আইচ। অনুষ্ঠানের ১ম পর্ব অভিষেক অনুষ্ঠান বিদায়ী সভাপতি মইনুল আনাম’র সভাপতিত্ব অনুষ্ঠিত হয় এবং বিদায়ী সাধারণ সম্পাদক আহমেদ রাসেল শুরুতে সূচনা বক্তব্য উপস্থাপন করেন। বিজ্ঞপ্তি