চট্টগ্রাম প্রেস ক্লাবে সিটি মেয়রের জন্মদিন পালন

1

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের জন্মদিন উপলক্ষে ২ জুন এক অনুষ্ঠান চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত হয়। অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, জীবন থেকে আরো একটা বছর খসে গেলো। রাজনীতি করতে গিয়ে জনতার যেই ভালোবাসা পেয়েছি, তা সারাজীবন মনে রাখবো। চট্টগ্রামের সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী ছাড়াও সাধারণ নাগরিকদের সহযোগিতা আমি পেয়ে আসছি। আমার সিটি মেয়র পদে থাকাবস্থায় দিন-রাত এলাকাবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখবো। এটাই হবে আপনাদের ভালোবাসার যথার্থ প্রতিদান।
প্রেস ক্লাবের সদস্যসচিব জাহিদুল করিম কচি বলেন, সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন প্রেস ক্লাবে এসে আমাদের ধন্য করেছেন। চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যরা এতে গর্বিত। আপনার ভালো কাজের পাশে সবসসময় চট্টগ্রামের সাংবাদিকা থাকবেন। একইসঙ্গে চট্টগ্রাম প্রেস ক্লাবের উন্নয়নেও আপনার ভূমিকা প্রত্যাশা করছি।
এ সময় সাইয়েদ আল নোমান, সৈয়দ মাহমুদুল হক, মুস্তফা নঈম, গোলাম মাওলা মুরাদ, জাহাঙ্গীর আলম, মো. আলী, ওয়াহিদ জামান, মো. শহীদুল ইসলাম, হাসান মুকুল, অমিত দাশসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি