চট্টগ্রাম প্রেস ক্লাবে বড়পীর আবদুল কাদের জীলানীর (ক.) সেমিনার

1

সাতগাছিয়া দরবার শরীফের উদ্যোগে হযরত বড়পীর আবদুল কাদের জীলানীর (ক.) বার্ষিক ওরশ শরীফ আগামী ১৭ ফাল্গুন উপলক্ষে ‘সাতগাছিয়ার পাহাড় চুড়ায় পীরানপীরের আস্তানা’ শীর্ষক সেমিনার আগামী ২২ ফেব্রæয়ারি শনিবার বিকাল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে ড. সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন যথাক্রমে দরবারের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত শাহছুফি সৈয়দ আবুল মুহাম্মদ নুরুল আতাহার বিল্লাহ (কানুন) সুলতানপুরী।
এতে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। উদ্বোধন করবেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ সাদাত হোসেন। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল করিম কচি, গাজী মো. সিরাজ উল্লাহ, সাইফুদ্দিন সালাম মিঠু, নরুল ইসলাম সওদাগর। প্রধান আলাচক থাকবেন গহিরা এফকে জামিউল উলুম কামিল মাদ্রাসার মাইখুল হাদিস আল্লামা ইব্রাহিম আল কাদেরী। বিজ্ঞপ্তি