চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড, উপদেষ্টা পরিষদ ও ১০ কমিটি আহŸায়ক, যুগ্ম আহŸায়ক ও সদস্য সচিবদের যৌথ সভা গত রবিবার আইইবি চট্টগ্রাম চ্যাপ্টারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ডা. শাহানা বেগম সভায় সভাপতিত্ব করেন। নির্বাহী পরিচালক সাংবাদিক সিরাজুল করিম মানিকের সঞ্চালনায় এ সভায় আইইবি চট্টগ্রাম চ্যাপ্টারের চেয়ারম্যান ও ট্রাস্টের উপদেষ্টা, আজীবন সদস্য প্রকৌশলী মনজারে খোরশেদ আলম সম্মানিত অতিথি ছিলেন। সভায় ট্রাস্টের পরলোকগত ২৪ জন আজীবন সদস্যদের তালিকা পেশ করেন পরিচালক অধ্যক্ষ মো. আবুল হাসান, তাদের আত্মার মাগফেরাত কামনা করে মুনাজাত পরিচালনা করেন পরিচালক মুহাম্মদ আবুল কাসেম চৌধুরী। সভায় ২০২৫ সালের বার্ষিক পরিকল্পনা পেশ করেন পরিচালক জাহাঙ্গীর আলম ও অর্থ কমিটির সদস্য সচিব শাহেদুল হাসান। বার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন সদস্য সচিব প্রকৌশলী সাইফুদ্দিন খালেদ, যুগ্ম আহব্বায়ক সাংবাদিক কাজী আবুল মনসুর, সদস্য সচিব সাইফুদ্দিন আহমদ সাকী, প্রাক্তন অতিরিক্ত সচিব, সদস্য সচিব গোলাম হোসেন, যুগ্ম আহব্বায়ক আবদুর রহীম, আহব্বায়ক অধ্যাপক ইসহাক চৌধুরী, যুগ্ম আহব্বায়ক ব্যারিস্টার হাসান চৌধুরী, সদস্য সচিব ইনসাফী হান্না, পরিচালক এম.এ. সবুর, পরিচালক মাহতাব উদ্দিন, পরিচালক প্রকৌশলী শেখ এহছানুল হক চৌধুলী, পরিচালক মোহাম্মদ হারুণ শেঠ, সদস্য সচিব জাকের হোসেন ভূঁইয়া, সাংবাদিক শ. ম. ইবরাহীম। সভায় বার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তি