চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্টের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

1

চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্ট এর ক্রীড়া ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে ছোট পুল এলাকার আসিয়া খাতুন হেফজখানা ও এতিমখানায় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুক্রবার হাফেজ মাওলানা মোজাফ্ফর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ট্রাস্ট পরিচালক জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্ট এর চেয়ারম্যান প্রবীণ সাংবাদিক মো. ইসকান্দর আলী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ট্রাস্ট এর নির্বাহী পরিচালক সাংবাদিক সিরাজুল করিম মানিক, ট্রাস্ট এর শিক্ষা ও বৃত্তি কমিটির সদস্য সচিব অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমাজসেবক হাবিবুর রহমান ও মো. হুমায়ুন মোরশেদ চৌধুরী। অনুষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ৭ ইভেন্টে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী ২১ বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি ও বিশেষ অতিথি পুরস্কার প্রদান করেন। বিজ্ঞপ্তি