বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এর প্রধান প্রকৌশলী হলেন দেওয়ান সামিনা বানু। গত ১১ ফেব্রæয়ারি বিতরণ দক্ষিণাঞ্চলে চট্টগ্রামের ৫০তম প্রধান প্রকৌশলী হিসেবে যোগদান করেন। তিনি পূর্ববর্তী প্রধান প্রকৌশলী মো. শামছুল আলম’র স্থলাভিষিক্ত হয়েছেন। এর আগে দেওয়ান সামিনা বানু শিকলবাহা ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন।
দেওয়ান সামিনা বানু ১৯৬৩ সালের ১ আগস্ট নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৬ সালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে বিএসসি (ট্রিপল-ই) এবং ২০০৯ সালে এমবিএ (ফিন্যান্স) ডিগ্রি অর্জন করেন। ১৯৮৭ সালে তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালকের দায়িত্ব পালন করেন। প্রশিক্ষণ ও পেশাগত কাজে তিনি চীন, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া এবং সিঙ্গাপুর ইত্যাদি দেশ ভ্রমণ করেন। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত ও দুই সন্তানের জননী।-নিজস্ব প্রতিবেদক