পূর্বদেশ অনলাইন
২৫ নভেম্বর সোমবার সন্ধ্যা ৬ টায় চট্টগ্রামকে উত্তরাধুনিক নগরীতে রূপ দেওয়া ও নাগরিক স্বার্থ-সচেতনতা বৃদ্ধি এবং দেশপ্রেমিক নাগরিক সৃষ্টির উদ্দেশ্যে চট্টগ্রাম নাগরিক মঞ্চ নামে একটি সামাজিক সংগঠন গড়ে তোলার অভিপ্রায়ে প্রস্তাবিত সংগঠনের অন্যতম উদ্যোক্তা জনাব শেখ মোজাফ্ফর আহমদের বহদ্দারহাটস্থ বাসস্থানে দৈনিক ঈশান পত্রিকার প্রথম ব্যবস্থাপনা সম্পাদক ও মুক্তিযুদ্ধ সংগঠক জনাব ওসমান গনি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশগ্রহণ করেন সর্বজনাব কামাল উদ্দিন আহমদ, অধ্যক্ষ মুছা শিকদার, অধ্যাপক মাহমুদ নুর, সাংবাদিক অধ্যাপক শামসাদ সাত্তার, নুরুল আবছার ভূঁইয়া, আবু তৈয়ব চৌধুরী, মো: সরওয়ার উদ্দিন, সাংস্কৃতিক সংগঠক অশোক কুমার ভট্টাচার্য্য, মো: শাহজাহান চৌধুুরী মঞ্জু, মো: রেজাউল করিম এবং রাজনীতিক অপূর্ব নাথ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জনাব শেখ মোজাফ্ফর আহমদ। সভায় বিশিষ্ট সাংবাদিক ও কমনওয়েলথ জার্নালিষ্ট এসোসিয়েশন, বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব জনাব ওসমান গনি মনসুরকে আহবায়ক এবং শেখ মোজাফ্ফর আহমদকে সদস্য সচিব করে শীঘ্রই সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠান করার সিদ্ধান্ত গৃহীত হয়।