চট্টগ্রাম দরবার শরীফের ছুফি বৈঠক সম্পন্ন

64

হযরত গাউছুল আজম আহমদ উল্লাহ মাইজভান্ডারী (ক.) স্মরণে চট্টগ্রাম দরবার শরীফের উদ্যোগে গত ২৪ ডিসেম্বর সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) মিলনায়তনে ছুফি বৈঠকের আয়োজন করা হয়। চট্টগ্রাম দরবারের শরীফের আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ এর সভাপতিত্বে এতে অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম-৯ আসনে বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট প্রার্থী ওয়াহিদ মুরাদ, সুফীতত্ত¡ গবেষাণা ও মানবকল্যাণ কেন্দ্রের সাধারণ সম্পাদক হাকিম মাওলানা ইকবাল ইউসুফ, চন্দনাইশ হাফেজ নগর দরবারের সাজ্জাদানশীন ফরিদুল আনোয়ার। রাহে ভা তরুণ আশেকান পরিষদের সভাপতি শাহজাদা ছৈয়দ সাইফুল আলম নাইডুর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন শাহজাদা ইব্রাহিম, সৈয়দ আবদুস সোবহানী প্রমুখ। উক্ত ছুফি বৈঠকে আমন্ত্রিত অতিথিদের মাঝে রাহে ভান্ডার প্রকাশনা পরিষদ কর্তৃক প্রকাশিত ২০১৯ সালের ক্যালেন্ডারের সৌজন্য কপি তুলে দেয়া হয়। পরে মাইজভান্ডারী রীতিতে ছেমা মাহফিলের শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করেন রাহে ভান্ডার ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি মাওলানা তানভীরুল ইসলাম রাহে ভান্ডারী। খবর বিজ্ঞপ্তির