চট্টগ্রাম দক্ষিণ জেলা ব্যবসায়ী ফোরামের কমিটি গঠন

1

চট্টগ্রাম দক্ষিণ জেলা ব্যবসায়ী ফোরাম গঠন উপলক্ষে এক সভা গত বুধবার, ১ জানুয়ারি চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলার জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. জাকারিয়া।
প্রধান অতিথি ছিলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর আনোয়ারুল আলম চৌধুরী। বক্তব্য রাখেন- দক্ষিণ জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট আবু নাসের।
সভা শেষে সর্বসম্মত সিদ্ধান্তক্রমে সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম চৌধুরীকে সভাপতি ও সৈয়দ আব্দুল কাইয়ুমকে সেক্রেটারি নির্বাচিত করা হয়।
এছাড়া এনামুল হক চেয়ারম্যানকে সহ-সভাপতি, কাজী মোহাম্মদ জসিম উদ্দিনকে বাইতুলমাল সম্পাদক এবং মো. মহিউদ্দিনকে প্রচার ও অফিস সম্পাদক নির্বাচিত করে একটি কমিটি গঠন করা হয়।
সভাপতি ইব্রাহিম চৌধুরী বলেন, ব্যবসায়ীদের নিরাপত্তা, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, নতুন উদ্যোক্তা তৈরি, ব্যবসা স¤প্রসারণ ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা করবে এ কমিটি। সর্বোপরি সৎ ও আদর্শবান ব্যবসায়ী তৈরির কার্যক্রম পরিচালনা করতে নতুন এ কমিটি ভূমিকা পালন করবে। আগামীতে নতুন কমিটি বসে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে এবং উপজেলা ও পৌরসভা কমিটি গঠন করা হবে। বিজ্ঞপ্তি