তাঁতী লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার বর্ধিত সভা গত ১৬ ডিসেম্বর সন্ধ্যায় নগরীর আন্দরকিল্লাস্থ দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংগঠনের আহবায়ক মো. দিদারুল আলম দিদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের সিনিয়র যুগ্ম আহবায়ক পরিমল দেবের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব চন্দন ধর। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহবায়ক মমতাজ উদ্দিন আহম্মদ, মো. শাহ আলম সিকদার, সদস্য আবদুর রহিম, সাবের আহমেদ রেজভী, বিকাশ নাথ, মো. মহিউদ্দিন, মো. আরিফ, মো. ইসহাক শরীফ বাবুল, এসএম আরাফাত, মো. সাইফুল ইসলাম, রাজীব উদ্দিন রেজভী, মোক্তার হোসেন মুন্না, মহিউদ্দিন আহমেদ, নুপুর দাশ প্রবীর, দেলোয়ার হোসেন জয়, নিউটন দাশ, রবিউল হোসেন, সুলাল শীল, আলীম উদ্দিন, আশীষ কুমার ধর, এসএম করিম, সুজন চক্রবর্তী, লোকমান হাকিম, মো. হোসাইন মাস্টার, আবদুল মালেক, মো. আবুল মাসুম প্রমুখ। সভায় বক্তারা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন প্রতি আসনে আওয়ামী লীগ ও মহাজোটের মনোনীত প্রার্থীদের নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাঁতী লীগের সকল নেতা-কর্মীদের প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি