জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রাম ও ঢাকা ডিভিশনের লড়াইয়ে বড় সংগ্রহ গড়েছিল চট্টগ্রাম। সাজ্জাদুল হক রিপনের সেঞ্চুরি ও পারভেজ ইমনের ব্যাটে ভর করে প্রথম ইনিংসে ৩৭১ করার পর প্রথম ইনিংসে ভালো জবাব দিচ্ছে ঢাকা ডিভিশনও। ফলে চতুর্থ ও শেষদিনে ড্র-র দিকেই এগোচ্ছে ম্যাচটি। চট্টগ্রামের বড় সংগ্রহের জবাবে তৃতীয় দিন শেষে ৪ উইকেট হারিয়ে ২৮১ রান তুলেছে ঢাকা ডিভিশন।
সেঞ্চুরির পথে ৯৯ রানে অপরাজিত আছেন উইকেটকিপার-ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। দুই ওপেনার জয়রাজ শেখ (৭৪) এবং আশিকুর রহমান শিবলি (৫২) রান করেছেন। চট্টগ্রাম ডিভিশনের দুই স্পিনার হাসান মুরাদ ও নাঈম হাসান ২টি করে উইকেট নিয়েছেন।