চট্টগ্রাম জেলার প্রায় ৫৫ টি প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং মুক্ত দলের সভাপতিদের নিয়ে বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভারের আয়োজনে চট্টগ্রাম কলেজে অনুষ্ঠিত হয়ে গেলো গ্রুপ সভাপতি ওয়ার্কশপ। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী, স্কাউট ব্যক্তিত্ব ছিলেন বাকলিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. জসিম উদ্দিন খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের সাবেক পরিচালক মো. রুহুল আমিন খান, স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ফারুক আহাম্মদ। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মো. আবুল হাসেম চৌধুরী।
স্কাউটিং সম্প্রসারণ বিষয়ে আরো বক্তব্য রাখেন সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ কামরুল ইসলাম, সরকারি সিটি কলেজ চট্টগ্রামের অধ্যক্ষ প্রফেসর আবু ছালেহ মোহাম্মদ নঈম উদ্দীন, ফটিকছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল খালেক, সাবেক কমিশনার অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন, সাবেক সম্পাদক এজেডএম বোরহান উদ্দিন। দিনব্যাপী অনুষ্ঠিত ওয়ার্কশপে ৫৭ জন গ্রুপ সভাপতি, ৬ জন কর্মকর্তা, ৫ জন স্বেছাসেবক অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি