চট্টগ্রাম জেলা রেজিস্টার খন্দকার জামিলুর রহমানের সাথে চট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতির নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ গত ১২ মে জেলা রেজিষ্ট্রার কার্যালয়ে মতবিনিময় করেন। চট্টগ্রাম জেলা রেজিষ্ট্রার খন্দকার জামিলুর রহমান নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। তিনি এসময় দলিল লেখকদের বিদ্যমান বিভিন্ন সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক আলহাজ এম মোক্তার আহমেদ, চট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতির আহবায়ক আলহাজ এম. জাহাঙ্গীর আলম, সদস্য সচিব মো. আকবর আলী, সদস্য মো. সেলিম উদ্দিন, সিরাজুল ইসলাম হৃদয়, এম. নিজাম উদ্দিন খান, সামছুল করিম লিটন, শানু বিশ্বাস চন্দন, কামরুল ইসলাম, ওসমান গনি, সুমন মজুমদার, আবু সৈয়দ প্রমুখ। পরে চট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতির আহবায়ক কমিটির নেতৃবৃন্দ চট্টগ্রাম জেলা রেজিষ্ট্রার খন্দকার জামিলুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান। বিজ্ঞপ্তি