চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের সাথে উপমহাদেশের প্রখ্যাত ঢোল বাদক একুশে পদকপ্রাপ্ত শিল্পী বিনয় বাঁশী জলদাসের স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয় বাঁশী শিল্পী গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয় গত ৩০ সেপ্টেম্বর। এ সময় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমকে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয় এবং বিনয় বাঁশী জলদাসের জীবনী সংক্রান্ত গ্রন্থ লোকবাদক বিনয় বাঁশী বইটি উপহার হিসেবে তাঁর হাতে তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অনুপম বড়ুয়া পারু, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিপ্লব জলদাস, সাংবাদিক মো. হাসান প্রমুখ। বিজ্ঞপ্তি