চট্টগ্রাম জেলা পরিষদের সঙ্গে ইবনে সিনা ট্রাস্টের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ২১ মে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম এবং ইবনে সিনা ট্রাস্টের পক্ষে প্রতিষ্ঠানটির এজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট জি এম তারিকুল ইসলাম স্বাক্ষর করেন।
এসময় চট্টগ্রাম জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী এস এম খালেকুজ্জামান, মো. মোরশেদ আলম, প্রধান সহকারী মো. এজাজ, সিএ টু সিইও মোহাম্মদ ওয়াহিদুর রহমান, হিসাবরক্ষক তাফহীম কবির চৌধুরী, উচ্চমান সহকারী মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ মিজানুর রহমান, পিএ টু প্রশাসক মুহাম্মদ রিয়াজুর রহমান চৌধুরী, ইবনে সিনা ডায়াগনস্টিক ল্যাব চট্টগ্রামের ডেপুটি ম্যানেজার মো. আব্দুর রকিব, সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার মো. রেজাউল করিম, একাউন্টস ইনচার্জ আমিরুল ইসলাম, কাস্টমার কেয়ার ইনচার্জ মুহাম্মদ হাসান, অফিসার সানাউল ইসলাম ও সবুজ মিয়া উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম বলেন, এ চুক্তির মাধ্যমে চট্টগ্রাম জেলা পরিষদ ও ইবনে সিনা ট্রাস্টের একটি পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে, যা উভয় প্রতিষ্ঠানকে এগিয়ে যেতে সহায়তা করবে।
ইবনে সিনা ট্রাস্টের এজিএম ও হেড অব বিজনেস ডেভলপমেন্ট জি এম তারিকুল ইসলাম বলেন, এ চুক্তির আওতায় চট্টগ্রাম জেলা পরিষদের কর্মকর্তা, কর্মচারীদের জন্য ইবনে সিনা সারা বাংলাদেশের ব্রাঞ্চগুলো থেকে বর্ণিত সমঝোতা স্মারকের শর্ত অনুযায়ী প্যাথলজি টেস্টে ৩৫% ও রেডিওলজি টেস্টে ৩০% ডিসকাউন্ট এবং ভিআইপিদের ন্যায় সকল সুযোগ-সুবিধা এবং তাদের পরিবারের সদস্যবৃন্দ অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভুক্ত থাকবেন। বিজ্ঞপ্তি