চট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতির সাধারণ সভা ২৫ অক্টোবর সকাল ১১টায় নগরীর একটি হলে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতির আহবায়ক এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ আকবর আলীর সঞ্চলনায় সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ দলিল লেখক সমিতির সিনিয়র সহ সভাপতি ফরিদুল আলম বাহাদুর। বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এম মোক্তার আহম্মদ, সিনিয়র যুগ্ম মহাসচিব হাজী নাসির উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব ছিদ্দিকুর রহমান লিটু, যুগ্ম মহাসচিব আশিকুর রহমান রুবেল, যুগ্ম মহাসচিব মঈনুল ইসলাম খান সায়েক, সাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসাইন, প্রচার সম্পাদক খালেক মোশারফ লিটন, চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতর উপদেষ্টা মোহাম্মদ ইউনুছ, উপদেষ্টা এম এ মালেক, সাবেক সভাপত্বি নুর উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির সহ সভাপতি সানু বিশ্বাস চন্দন, সহ সাধারণ সম্পাদক মো. সেলিম উদ্দিন সহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি বলেন, ঐক্যবদ্ধ দলিল লেখকই পারে দলিল লেখক জাতির কল্যাণ সাধন করতে। অবহেলিত দলিল লেখকদের মানোন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।
দাবি আদায়ে সারাদেশের দলিল লেখকদের সাথে নিয়ে আগামীতে একসাথে কাজ করার আহবান জানান তিনি। সভার ২য় অধিবেশনে সর্বসম্মতিক্রেমে শামছুল করিম লিটনকে সভাপতি ও মোহাম্মদ আকবর আলীকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতির ৪৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি











