বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় বাংলাদেশ অ-১৭ জাতীয় ফুটবল লীগ ২০২৫ এ অংশগ্রহণকারী চট্টগ্রাম জেলা ফুটবল দল গঠনকল্পে আগামী ২১ ও ২২ জুন ২০২৫ চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম জেলার স্থানীয় ফুটবল খেলোয়াড়দেরকে আগামী ২১ ও ২২ জুন ২০২৫, বিকাল ৪.০০টায় স্টেডিয়াম মাঠে চট্টগ্রাম জেলা দলের ম্যানেজার ইয়াসির আরাফাত পাবলু এর কাছে খেলার সরঞ্জামসহ রিপোর্ট করার জন্য অনুরোধ জানানো হয়েছে। চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্যদেরকেও উক্ত সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
যে সকল খেলোয়াড়ের জন্ম তারিখ ০১-০১-২০০৯ইং হতে ৩১-১২-২০১১ এর মধ্যে শুধুমাত্র তারাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
এক্ষেত্রে খেলার নিবন্ধনের লক্ষে জেলা দলের খেলোয়াড়দের জন্য খেলোয়াড়ের অনলাইন ভেরিফাইড জন্মসনদ, ছবি, খেলোয়াড়ের পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং ফটোকপি অবশ্যই সঙ্গে আনতে হবে। এখানে উল্লেখ্য যে, যেসব খেলোয়াড়গণ সর্বশেষ বাফুফে অ-১৫ ফুটবল লীগে অংশগ্রহণ করেছে বা রেজিষ্ট্রেশন করেছে তারা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না।