ক্রীড়া প্রতিবেদক
ইউসিবি-বাফুফে অনূর্ধ্ব ১৫ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষ্যে চট্টগ্রাম জেলা দলের প্রশিক্ষণ চলছে দীর্ঘদিন ধরে। প্রায় চার শতাধিক ফুটবলারের মধ্য থেকে ট্রায়ালের মাধ্যমে ৩৮ জন নির্বাচিত হলেও তাদের মধ্য থেকে স¤প্রতি ২৫ জনের দল চূড়ান্ত করেছে টিম ম্যানেজমেন্ট। তাদের জন্য প্র্যাকটিস জার্সি দিয়েছেন টিমের চিফ দ্য মিশন জসিম আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সিডিএফএ সহসভাপতি নজরুল ইসলাম লেদু, টিম ম্যানেজার আবু বকর সিদ্দিক, কোচ হায়দার কবির প্রিন্স ও গোলকিপিং কোচ মো. ফয়সাল। কক্সবাজার ভেন্যুতে চট্টগ্রাম জেলা অনূর্ধ্ব ১৫ ফুটবল দল আগামী ১৬ এপ্রিল খাগড়াছড়ির মুখোমুখি হবে। এ গ্রæপের অপর তিন দল হচ্ছে স্বাগতিক কক্সবাজার, রাঙ্গামাটি ও বাšদরবান জেলা।
রাউন্ড রবিন লিগ শেষে টপ টু ফাইনাল খেলবে ২৬ এপ্রিল। গ্রæপ চ্যাম্পিয়ন দল ঢাকায় চূড়ান্ত পর্বে খেলা টিকেট পাবে। দলের সাফল্যের জন্য দোয়া চেয়েছেন দলনেতা জসিম আহমেদ ও টিম ম্যানেজার আবু বকর সিদ্দিক।