চট্টগ্রাম জেলা অনূর্ধ্ব- ১৪ ক্রিকেট দল এখন চাঁদপুরে

2

ইয়ং টাইগার জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের সেমিফাইনাল খেলার জন্য চট্টগ্রাম জেলা অনুর্ধ্ব ১৪ ক্রিকেট দল এখন চাঁদপুর অবস্থান করছে। আজ কুমিল­া জেলা অনুর্ধ্ব ১৪ দলের বিপক্ষে সেমিফাইনালকে সামনে রেখে গতকাল বিকেলে চাঁদপুর জেলা স্টেডিয়ামে কোচ আমিনুল হকের তত্বাবধানে চট্টগ্রাম জেলা অনুর্ধ্ব ১৪ ক্রিকেট দল অনুশীলন করেন। অনুশীলন শেষে কোচ আমিনুল হক এবং ম্যানেজার, সিজেকেএস কাউন্সিলর সোহেল আহমদ আজকের ম্যাচে জয়ের ব্যপারে আশাবাদ ব্যক্ত করেন এবং সংগঠক ও সকল ক্রীড়ামোদীদের দোয়া কামনা করেন।