দৈনিক আজাদীর সম্পাদক আবদুল মালেক ৬ মার্চ দুপুর ১২টায় সুন্নি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা পরিদর্শন করেন। পরিদর্শনকালে জামেয়ার অধ্যক্ষ অফিসে সংক্ষিপ্ত আলোচনা সভায় শুভেচ্ছা বিনিময় করেন এবং জামেয়ার বর্তমান অবকাঠামো দেখে তিনি অভিভূত হন। জামেয়ার অধ্যক্ষ অফিসে আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারী জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ এর চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার, উপাধ্যক্ষ ড. মুহাম্মদ লিয়াকত আলী, যুগ্ম-মহাসচিব এডভোকেট মুহাম্মদ মোসাহেব উদ্দিন বখতিয়ার, গাউসিয়া কমিটি বাংলাদেশ চান্দগাঁও মডেল থানা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল্লাহ প্রমুখ।
করোনাকালীন দাফন-কাফনসহ যাবতীয় গুরুত্বপূর্ণ কর্মকাÐে গাউসিয়া কমিটি বাংলাদেশের অক্লান্ত পরিশ্রম ও খেদমতকে নেহায়েত সম্মানের সাথে স্মরণ করেন আজাদী সম্পাদক। তিনি গাউসিয়া কমিটির খেদমতের জন্য ১ লক্ষ টাকা অনুদান দেন। শেষে জামেয়া মসজিদ সংলগ্ন কবরস্থানে শায়িত মরহুম আবদুল খালেদ ইঞ্জিনিয়ারের কবর জিয়ারত শেষে আবদুল মালেক ও তাঁর পরিবারবর্গ এবং উপস্থিত সকলের মঙ্গল কামনা করে মহান আল্লাহতায়ালার দরবারে দোয়া মুনাজাত করেন অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলক্বাদেরী। বিজ্ঞপ্তি











