চট্টগ্রাম ক্রিকেট একাডেমির জার্সি উন্মোচন

1

মেয়র কাপ অনুরধু ১৪ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষ্যে চট্টগ্রাম ক্রিকেট একাডেমির (সিসিএ) জারসি উন্মোচন করেছেন বিশিষ্ট ক্রীড়া অনুরাগী ও রাজনীতিবিদ সোহেল সুমন।
সিসিএ সাধারণ সম্পাদক সানু বিশ্বাস চন্দন এর সঞ্চালনায় অনুসঠানে কোচ ফয়েজ উল্লাহ সুমনসহ অঅভিভাবকগণ উপস্থিত ছিলেন।