চট্টগ্রামের প্রথম প্রাতিষ্ঠানিক ক্রিকেট শিক্ষায়তন চট্টগ্রাম ক্রিকেট অ্যাকাডেমির (সিসিএ) এক জরুরি সভা গতকাল (মঙ্গলবার) বিকেলে খালেদা নাসরিনের সভাপতিত্বে ও সংগঠনের প্রধান নির্বাহি সাইফুল্লাহ্ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক সানু বিশ্বাস চন্দনের স্বাগত বক্তব্যের পর সিসিএ’র আসন্ন বার্ষিক আনন্দ সম্মিলন ও কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা অনুষ্ঠান নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন সিসিএ কর্মকর্তা কামরূন নাহার, অর্পিতা ঘোষ, শংকর নন্দী, রাজিব শাহ রাজু, সূর্য সেন, বিজয় সরকার প্রমুখ। সভায় বিস্তারিত আলোচনার পর তীব্র তাপদাহ এবং আবহাওয়াসহ আনুষঙ্গিক কারণে সিসিএ পিকনিক পিছিয়ে আগামী ৩ মে শুক্রবার করার সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তি