নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম কাস্টম হাউস বন্ধ রেখে আমদানি-রফতানি কার্যক্রম বাধাগ্রস্ত করায় কমিশনার মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। গত মঙ্গলবার রাতে এ সংক্রান্ত আদেশ জারি হয়। গতকাল বুধবার সকালে চট্টগ্রামের কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার মোহাম্মদ শফি উদ্দিনকে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
মো. জাকির হোসেনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সংযুক্ত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন আইআরডি সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের নির্দেশনা অমান্য করে গত ২৮ ও ২৯ জুন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন চট্টগ্রাম কাস্টম হাউজের কমিশনার মো. জাকির হোসেন। এনবিআরের ১৮ জুনের এক আদেশে ওই দুই দিন কাস্টমস, ভ্যাট ও আয়করসহ রাজস্ব খাতের সব দফতর খোলা রাখার নির্দেশ দেওয়া হয়। কিন্তু কমিশনার সেই নির্দেশনা অমান্য করে চট্টগ্রাম কাস্টম হাউজ বন্ধ রাখেন, ফলে আমদানি-রফতানি কার্যক্রম ব্যাহত হয় এবং সরকারের রাজস্ব আহরণে বড় ধরনের ক্ষতি হয়।
এই ঘটনায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৩৯(১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করে সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। অভিযোগের প্রকৃতি, দায়িত্বে অবহেলার মাত্রা ও আর্থিক ক্ষতির পরিমাণ পর্যালোচনার ভিত্তিতে কমিশনারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু করা হচ্ছে।
এনবিআরের সংস্কারের অংশ হিসেবে সংস্থাটিকে দুই ভাগ করার বিরুদ্ধে অবস্থান নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ গত দুই মাসব্যাপী আন্দোলন অব্যাহত রাখে। এই সময়ে তারা কলমবিরতি ও অবস্থান কর্মসূচি এমনকি শাটডাউনের মতো কর্মসূচি দেন। সর্বশেষ সরকার হার্ডলাইনে গেলে রবিবার রাতে তারা সব কর্মসূচি প্রত্যাহার করতে বাধ্য হয়।ইতিহাস গড়ে এশিয়ান