চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের সাবেক উপদেষ্টা ও বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী মরহুম আলহাজ মো. জাহাঙ্গীর আলমের স্মরণে গত ১২ মে এসোসিয়েশন কার্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতিত এসএম সাইফুল আলম এবং সঞ্চালনায় ছিলেন সাংস্কৃতিক সম্পাদক শফিউল আজম খান। সভায় উপদেষ্টাম ন্ডলী, কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ ও সাধারণ সদস্যরা অংশগ্রহণ করেন। শুরুতে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। সভাপতি এসএম সাইফুল আলম স্মৃতিচারণ করে বলেন, মরহুম মো. জাহাঙ্গীর আলম ছিলেন একজন ধার্মিক, সজ্জন ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। তিনি গরীব অসহায় মানুষের খেদমত করতেন। সাধারণ সম্পাদক মো. শওকত আলী বলেন, তিনি ছিলেন সৎ, বিনয়ী ও অতিথি পরায়ণ। পবিত্র রমজান মাসে মৃত্যুবরণ তাঁর নেক কাজেরই প্রমাণ। এসোসিয়েশন সবসময় তাঁর পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন। সভায় আরও বক্তব্য রাখেন উপদেষ্টা এমনুর মোহাম্মদ, মো. ইলিয়াছ, মো. নুরুল আবছার, মো. নুরুল ইসলাম, ১ম সহ-সভাপতি মো. নুরুল আবছার, ২য় সহ-সভাপতি মো. সাইফুদ্দিন, ৩য় সহ-সভাপতি আবু সালেহ, প্রশিক্ষণ সম্পাদক এসএম ফরিদুল আলম, সদস্য রাকিবুল আমিন ভূঁইয়া, আসাদুল্লাহ, মো. জাহাঙ্গীর আলম, মো. আহসান, খন্দকার লতিফুর রহমান আজিম, মুস্তফা কামাল আখতার, সাধন কান্তি বড়ুয়া প্রমুখ। বিজ্ঞপ্তি