চকবাজারস্থ বালি আর্কেডের অভিজাত কপার চিমনী রেস্টুরেন্টে গতকাল চট্টগ্রাম কলেজ বোটানি এলামনাই এসোসিয়েশন এর সম্মিলন অনুষ্ঠান আহব্বায়ক প্রফেসর হামিদুল হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে ও সদস্য সচিব এ কে এম নূরুল বশর (সুজন) এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা, ব্যবসায়ী ও শিক্ষানুরাগী জাফর আহমেদ, প্রধান বক্তা ছিলেন কক্সবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এ কে এম ফজলুল করিম চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য দেন উপদেষ্টা মোহাম্মদ আজিজুল হক, লুৎফুল কিবরিয়া, আইনুন নাহার, রাঙ্গামাটি সরকারি কলেজের বোটানি ডিপার্টমেন্ট প্রধান প্রফেসর রনজিত বিশ্বাস, মোহাম্মদ আবু তালেব, মহসিন কলেজ বোটানি ডিপার্টমেন্টের প্রফেসর রেজাউল করিম, চট্টগ্রাম কলেজের অধ্যাপিকা শিরিন আক্তার প্রমুখ। স্মৃতিচারণ করেন মোহাম্মদ রিদুয়ানুল হক, মোহাম্মদ মাসুম, উপালী বড়ুয়া, বাবলু কুমার দেব, বিপ্লব আচার্য, মোহাম্মদ তৌফিকুল আলম, সৈয়দা আমাতুলল্লাহ আরজু, পান্না দত্ত, ফারহানা সাদেক লিপি প্রমুখ। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয় এবং বোটানি ডিপার্টমেন্টের যে সকল শিক্ষক, কর্মচারী এবং ছাত্র-ছাত্রী ইন্তেকাল করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। অতিথিরা বলেন, ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজের ছাত্র-ছাত্রী হিসেবে আমাদের একতা ও ঐক্যবদ্ধতার মাধ্যমে জাতির যে কোন প্রয়োজনে হাতে হাত মিলিয়ে পরস্পর পরস্পরের সহযোগিতায় হাত বাড়িয়ে দিতে হবে এবং এভাবে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে এগিয়ে যেতে হবে।
সভায় আগামী ডিসেম্বরে মিলনমেলা করার বিষয়ে সবাই একমত পোষণ করেন। পরিশেষে বোটানি ডিপার্টমেন্টের প্রাক্তন ছাত্র-ছাত্রী এবং চ্যানেল আইয়ের শিল্পী জনি বড়ুয়া ও প্রিয়াংকার পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি