চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ নিয়ন্ত্রণে ছাত্রশিবির ব্যানার, ফেস্টুনে অগ্নিসংযোগ

27

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ আট বছর পর চট্টগ্রাম সরকারি কলেজ ও সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ নিয়ন্ত্রণে নিয়েছে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। গতকাল বিকেল তিনটার দিকে মিছিল নিয়ে কলেজ দুটি অবস্থান নেন। এ সময় কলেজে থাকা ছাত্রলীগের ব্যানার ফেস্টুন ছিঁড়ে আগুন জ্বালিয়ে দেয়। তাদের মিষ্টি বিতরণ করতে দেখা যায়। সরেজমিনে দেখা যায়, নারায়ে তকবির স্লোগান দিয়ে বিভিন্ন দিক থেকে মিছিল নিয়ে কলেজ দুটিতে প্রবেশ করে জামায়াত-শিবিরের নেতা কর্মীরা। এ সময় কলেজ দুটির বন্ধ থাকা গেইট ভেঙ্গে প্রবেশ করে। এরপর তারা চট্টগ্রাম কলেজের বন্ধ থাকা পরিত্যাক্ত হোস্টেল গুলোর তালা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। ছাত্রলীগের ব্যানার ফেস্টুন নামিয়ে আগুন ধরে দেয়। কলেজ দুটিতে ছাত্রলীগের আঁকা চিকা মুছে দিয়ে ‘শিবির’ চিকা আঁকেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। একইভাবে পাশে থাকা হাজি মহসিন কলেজেও প্রবেশ করে তারা। এসময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকদের দেখা যায়। এসময় কলেজ দুটিতে স্থাপিত বঙ্গবন্ধুর মুরালে চিকা মারতে দেখা যায়। অনেককে মিষ্টি ও চকলেট বিতরণ করে ‘শিবির শিবির’ বলে স্লোগান দিতে দেখা যায়।
স্বাধীনতার পর থেকে কলেজ দুটিতে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামি ছাত্রশিবিরের দখলে ছিল। ২০১৬ সালের সালের ১৫ ডিসেম্বর দুপক্ষের ব্যাপক সংঘর্ষে পর কলেজ দুটির দখলে নেয় ছাত্রলীগ। এরপর ২০১৮ সালের ১৭ সেপ্টেম্বর মাহমুদুল করিমকে সভাপতি ও সুভাষ মল্লিক সবুজকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। ক্যাম্পাসে নানা অনিয়ম, দুর্নীতি, কলেজের শিক্ষক বদলিসহ নানা রকম বিতর্কিত কর্মকান্ডে জড়িত থাকার দায়ে গত ১৩ মে থেকে দুজনকে অবাঞ্ছিত ঘোষণা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর গত ১৯ মে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সাংগঠনিক অনিয়ম ও বিশৃঙ্খলার কারণে চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন নগর ছাত্রলীগ। সর্বশেষ গতকাল পুনরায় ছাত্রশিবির কলেজ দুটির নিয়ন্ত্রণ নিয়েছে।