চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন

1

সাতকানিয়া প্রতিনিধি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাতকানিয়া সাংবাদিক সমিতি। বুধবার (২১ মে) দুপুরে কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে অনুষ্ঠিত এ মানববন্ধনে সাতকানিয়ায় বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ অংশ নেন। এসময় বক্তব্য রাখেন সাতকানিয়া সাংবাদিক সমিতির সভাপতি শহীদুল ইসলাম বাবার, বিভিন্ন পত্রিকার প্রতিনিধি নাজিম উদ্দিন, জাহেদুল ইসলাম, ইকবাল হোসেন, নুরুল ইসলাম সবুজ ও শহীদুল ইসলাম।
বক্তারা বলেন, এই মহাসড়ক ৬ লেন হলে শুধুমাত্র যানজট নয়, দক্ষিণ চট্টগ্রামের পর্যটন, কৃষি, শিল্প ও শিক্ষা খাতে আমূল পরিবর্তন আসবে। পটিয়া থেকে শুরু করে সাতকানিয়া, লোহাগাড়া, রামু হয়ে কক্সবাজার পর্যন্ত প্রতিটি উপজেলা এতে উপকৃত হবে। মানববন্ধনে বক্তারা প্রশ্ন তোলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্প কেন এখনো দৃশ্যমান নয়? ২০১৮ সালে প্রকল্প প্রস্তাব পাস হলেও বাস্তবায়নের কোন অগ্রগতি নেই। বরং মহাসড়কের বিভিন্ন অংশে নামমাত্র সংস্কার করে বরাদ্দ আত্মসাৎ করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।