চট্টগ্রাম ওমেন্স ক্রিকেট অ্যাকাডেমির অনুশীলন শুরু

34

তপু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষ্যে চট্টগ্রাম ওমেন্স ক্রিকেট অ্যাকাডেমির (সিডাব্লুসিএ) অনুশীলন গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হয়েছে। সিডাব্লুসিএ অনুর্ধ্ব-১২ দলের অনুশীলন আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম। সংগঠনের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সাইফুল্লাহ্ চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন সিজেকেএস কাউন্সিলর হারুনুর রশিদ পাটোয়ারী। এ সময় উপস্থিত ছিলেন অ্যাকাডেমির কো-ফাউন্ডার ও সমন্বয়কারী, বিশিষ্ঠ ক্রীড়া সংগঠক শামীম আহমেদ, কোচ ফয়জুল্লাহ্ সুমন ও সাহেদ সাত্তার অপু। সিজেকেএস যুগ্ম সম্পাদক চট্টগ্রামে মেয়েদের জন্য প্রথম ক্রিকেট অ্যাকাডেমি প্রতিষ্ঠা করায় উদ্যোক্তাদের ধন্যবাদ জানান। সিডাব্লুসিএ’র শুভ উদ্বোধন এবং মাঠে অনুশীলনের অনুমতি দেয়ায় সিজেকেএস সাধারণ সম্পাদক, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এ অ্যাকাডেমির জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বিজ্ঞপ্তি