চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলছেনে,সরকার দেশবিরোধী চুক্তি করে দেশকে তাবেদার রাজ্যে পরিণত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত এই অবৈধ সরকার। দেশপ্রেমিক নাগরিককে যারা হত্যা করে তারা দেশদ্রোহী। বেগম খালেদা জিয়ার মুক্তি, দেশবিরোধী চুক্তি ও আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নাসিমন ভবন দলীয় কার্যালয়ের সামনে চট্টগ্রাম উওর জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে উপরোক্ত বক্তব্য রাখেন।
আমির খসরু বলেন, লুটেরেরা ধরা পড়ছে, সেই ভয়ে তাদের মধ্যে নার্ভাসনেস কাজ করছে। স্বৈরাচারী সরকার দেশের প্রতিবাদী মানুষের রক্তে হাত রঞ্জিত করে দেশকে ভীতিকর অবস্থায় নিয়ে গেছে। ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন এর সভাপতিত্বে ফিরোজ আহম্মেদ এর পরিচালনায়, বক্তব্য রাখেন,জাফর আহম্মদ চৌধুরী, নিজামুল হক চৌধুরী তপন, শফিউজ্জামান,আজমত আলী বাহাদুর, মোশারফ হোসেন আকবর, একরাম হোসেন সেলিম, ইলিয়াস চৌধুরী, এম রফিকুল ইসলাম, এস এম ইউসুফ, এম ইলিয়াস আলী,সাবের সুলতান কাজল, এস এম মহিউদ্দিন মাসুদ, লায়ন আনোয়ার হোসেন উজ্জল, নুরুল ইসলাম বাবুল, ইউসুফ তালুকদার, একরাম মিয়া,ভিপি আনসুর উদ্দিন, এস এম রাসেদুল আলম, এম শাহজান শাহিল,জানে আলম, সাইফুল তালুকদার, আয়ুব মেন্বার, জসিম চৌধুরী,জাসেদ হোসেন জাসু, মন্জুর হোসেন সুমন, কাজী এরশাদ হোসেন, তসলিম উদ্দীন, নিজাম উদ্দীন চৌধুরী, রায়হান উদ্দীন, মোহাম্মদ হোসেন, জিয়াউদ্দীন মিজান, কে এম মিনহাজ মাসুম বাবু, এমজি কিবরিয়া, বিপুল খান, মোহাম্মদ ইলিয়াস, ফরিদ উদ্দীন,রিমন চৌধুরী বাপ্পা, জিয়া রাসেল, মোহাম্মদ আকবর হোসেন, আবদুল কাদের,সাজ্জাদ হোসেন জনি, নুরুল ইসলাম,আলমারি হোসেন, কবির হোসেন ভূঁইয়া, জিএম হাসিবুল করিম রাফি, সৌরব কাজী রোকন, উজ্জল দে, রাহুল, রিদয়, সাইফুল ইসলাম, মোহাম্মদ জুয়েল, মোহাম্মদ ফরহাদ, মোহাম্মদ সোহাগ, মোহাম্মদ বিপ্লব, মোহাম্মদ নিশাদ, মোহাম্মদ সাহেদ, মোহাম্মদ আলাউদ্দিন, বাপ্পা বিশ্বাস প্রমুখ। বিজ্ঞপ্তি