চট্টগ্রাম উত্তর জেলা আহলে সুন্নাতের দ্বিবার্ষিক কাউন্সিল

61

আহ্লে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা বলেছেন, সুফিধারার সুন্নিদের তাই মজবুত ঐক্য দরকার। ইবলিশ এক এক উচ্চবিলাসী-অহংকারী মৌলভির ঘাড়ে চেপে বসে, এবং কুমন্ত্রণা দিয়ে সুন্নিয়তের ঐক্যে ফাটল সৃষ্টি করে। ফলে আমরা দশ বছরে যতটুকু এগিয়ে যায়, এক মাসে এর চেয়ে বহুগুণ পিছিয়ে যেতে থাকি।
বুধবার বিকাল সাড়ে ৫টায় হাটহাজারী পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে আহ্লে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার দ্বি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম উত্তর জেলা আহ্লে সুন্নাত ওয়াল জমা’আত এর ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ হাফেজ রুহুল আমিনের সভাপতিত্বে সংগগঠনের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলীয়ার শায়খুল হাদীস আল্লামা হাফেজ সোলাইমান আনছারী সাহেবকে সভাপতি, হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা মুহাম্মদ জসিম উদ্দীন আলকাদেরীকে সাধারণ সম্পাদক, মাওলানা আলী শাহ্ নেছারীকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আল্লামা সৈয়দ খোরশিদ আলম ও মোহাম্মদ সাকুর মিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত কাউন্সিলের উদ্বোধন ঘোষণা করেন মুহাদ্দিসে আজম শায়খুল হাদিস আল্লামা হাফেজ সোলায়মান আনসারি। এতে প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য শায়খুল হাদিস আল্লামা কাজী মঈন উদ্দিন আশরাফি। বক্তব্য রাখেন -সুন্নাত ওয়াল জমা’আত সমন্বয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, যুগ্ম মহাসচিব সৈয়দ মুজাফ্ফর আহমদ মুজাদ্দেদী, অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলী, অধ্যক্ষ আবুল ফরাহ মোহাম্মদ ফরিদ উদ্দীন, অধ্যক্ষ আল্লামা মুফতী শাহ আলম, পীরজাদা অল্লামা আশরাফ শাহ্, পীরে ত্বরীক্বত আতিকুল্লাহ ছিদ্দিকী, অধ্যক্ষ আল্লামা ইব্রাহিম নঈমী, আল্লামা আবুল হাশেম শাহ, অধ্যক্ষ আল্লামা ইব্রাহিম কাশেম, অধ্যাপক মীর আবদুর রহিম মুনিরী, অধ্যাপক আলফাজ উদ্দিন, অধ্যাপক জামাল উদ্দিন, উপাধ্যক্ষ আল্লামা তৈয়ব খান আলকাদেরী, উপাধ্যক্ষ আল্লামা সাইদুল আলম খাকী, মাওলানা সৈয়দ জুননুরাঈন, যুব নেতা সৈয়দ আবু আজম প্রমুখ।