নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম আদালতের ক্লার্ক অ্যাসোসিয়েশনের অফিসের (মুন্সি সমিতি) নথিপত্রে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ আইনজীবীদের একাংশ। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে বহনকারী প্রিজনভ্যান আটকে বিক্ষোভের সময় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের সদস্যদের (ইসকন) সহায়তা করার অভিযোগে এ আগুন দেয়ার ঘটনা ঘটে। গতকাল বুধবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
বিক্ষুব্ধ আইনজীবীদের অভিযোগ, মঙ্গলবার চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর ইসকন সদস্যরা তাকে বহনকারী প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ করেন। এ সময় মুন্সি সমিতির সদস্যরা নিজেদের পোশাক এবং খাবার পানি বিক্ষোভকারীদের সরবরাহ করেছেন। এছাড়া তারা উস্কানিমূলক বিভিন্ন পোস্টও দিয়েছেন ফেসবুকে।
চট্টগ্রাম আদালতের নাম প্রকাশে অনিচ্ছুক একজন মুন্সি বলেন, ‘আইনজীবীরা আমাদের সমিতির কাগজপত্র জ্বালিয়ে দিয়েছে। আমাদের সমিতির কিছু সনাতনী ভাই গতকাল ইসকনের পক্ষে পোস্ট দিয়েছিল। এ নিয়ে আমাদের মুসলিম আইনজীবীরা ক্ষুব্ধ হয়েছে। আজ হত্যার শিকার আইনজীবী আলিফ ভাইয়ের জানাজার পর উত্তেজিত আইনজীবীরা ক্লার্ক সমিতিতে আগুন দেয়।’
এ বিষয়ে চট্টগ্রাম আদালতের মুন্সি সমিতির সাধারণ সম্পাদক রিপন কান্তি নাথ বলেন, ‘আমাদের নথি, ব্যাংকের স্টেটমেন্ট, ডিপিএসের কাগজপত্র, সমিতির সদস্যদের হিসাবের বই আলমারি ভেঙে বের করে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমাদের সমিতিতে গতকাল কোনো বহিরাগত ঢোকেনি। আমাদের সংগঠনে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে।’