পূর্বদেশ অনলাইন
চট্টগ্রাম আদালত ভবন এলাকায় নতুন কোনও ভবন নির্মাণ কিংবা গাছ না কাটতে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় এবং আইন ও বিচার বিভাগের কাছে চিঠি পাঠিয়ে ব্যবস্থা নিতে বলেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেছেন, ‘আমরা চিঠি পেয়েছি। এ বিষয়ে নির্দেশনা পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ এদিকে, বিমাতাসুলভ আচরণসহ নানা অভিযোগে চট্টগ্রাম জেলা প্রশাসককে চট্টগ্রাম থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন জেলা আইনজীবী সমিতি। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন (সংযোগ) অধিশাখার উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়েছে। এতে বলা উল্লেখ রয়েছে, প্রধানমন্ত্রীর অনুশাসনের ভিত্তিতে চট্টগ্রামের আদালত পাড়ায় নতুন কোনও ভবন নির্মাণ কিংবা গাছ না কাটতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় এবং আইন ও বিচার বিভাগে চিঠি পাঠানো হয়েছে। এতে আরও বলা হয়, গত ৫ ফেব্রুয়ারি রাতে পরীর পাহাড়ে সরকারি খাস খতিয়ানভুক্ত জমিতে নির্বিচারে গাছ কাটা এবং প্রচলিত বিধি-বিধান উপেক্ষা করে নতুন ভবন নির্মাণের কাজ শুরু করে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। ‘একুশে ভবন’ নামের এই অবৈধ ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এবং পরিবেশ অধিদফতর।
এদিকে, বুধবার (২৩ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলন করে চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমানকে চট্টগ্রাম থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি।











