চট্টগ্রাম অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের শপথ গ্রহণ

1

চট্টগ্রাম অটো-টেম্পো শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২টায় বিআরটিসি মার্কেটের ফেডারেশন ও আঞ্চলিক কমিটির কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছা নির্বাচিত কার্যকরি কমিটির নেতৃবৃন্দ ও সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও চট্টগ্রাম আঞ্চলিক কমিটির কার্যকরী সভাপতি রবিউল মাওলা, সাধারণ সম্পাদক অলি আহমদ।
উল্লেখ্য, ২৭ ফেব্রæয়ারি নগরীর বাকলিয়া থানাধীন আর.কে.এস কনভেনশন হলে চট্টগ্রাম অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি