নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তবে এইদিন এ রোগে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। গতকাল রবিবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৫৪ জনের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৪ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ১০ জন। তবে এ দিন ডেঙ্গু আক্রান্ত কেউ মারা যাননি।
চট্টগ্রামে জানুয়ারি থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৩৯ জন। এর মধ্যে গত আগস্ট মাসে ডেঙ্গু আক্রান্ত ছিল ২০২ জন। এছাড়া এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৫ জনের। এর মধ্যে সেপ্টেম্বর মাসেই মারা গেছেন ১০ জন। বিগত বছরগুলোর তুলনায় চলতি বছর ডেঙ্গুর প্রকোপ কিছুটা কম বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে সংক্রমণ কম বলে ‘অবহেলা’ করলে আক্রান্ত ও মৃত্যু হার বাড়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সাধারণত বর্ষা পরবর্তী সময় অর্থাৎ আগস্ট থেকে অক্টোবরকে ডেঙ্গুর ‘পিক সিজন’ বলা হয়। কিন্তু গেল কয়েক বছর ধরে সারা বছরই ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে চট্টগ্রামে। গেল ৫ বছরের মধ্যে ২০২২ ও ২০২৩ সালে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে। চলতি বছরেও জানুয়ারি-জুলাই পর্যন্ত ৩৯৬ জন আক্রান্ত হয়েছে ডেঙ্গু রোগে। এরপর থেকেই লাগামহীন ডেঙ্গুর থাবা। এর পেছনে চলমান অপরিকল্পিত নগরায়ন, মশক নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের ব্যর্থতা ও স্বাস্থ্যখাতের দুরবস্থাসহ বেশ কিছু কারণ রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।