নিজস্ব প্রতিবেদক
নগরীতে বিভিন্ন থানার অভিযানে গত ২৪ ঘণ্টায় যুবলীগ কর্মীসহ ৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন আবেদুজ্জামান আমিরী (৪২), মো. শাহরাজ (২৪), মো. আলমগীর (৩০), মো. খাইরুল আলম (৩৭), মো. জুয়েল রানা (২৭), মো. আনোয়ার হোসেন (২২), সুকিমং চাকমা (৩০), মো. ফরহাদ (২৭), মো. মাহতাব মোল্লা (৩২), ইমরান হোসেন প্রকাশ এমরান (২৩), মো. মহি উদ্দিন (২৯), মো. শাকিবুল হাসান অনিক (২৩), মো. সাগর (২৮), কর্ণফুলী উপজেলা যুবলীগের সদস্য সাইফুল ইসলাম (৩২), মো. সাদ্দাম হোসাইন (৩০), মো. রিয়াজ (২৫), মো. আলাউদ্দিন (৫০), মো. ইসমাইল হোসেন (৩৬), জহিরুল ইসলাম (২৪), মো. মামুন (২০), মো. রাশেদ মিয়া (২৪), মো. মাসুম (২৯), মো. রাসেল হাওলাদার (২২), শওকত নুর (২৬), মো. আব্দুল মোতালেব (৪৮), মো. সাগর (২৪), মো. সিয়াম (২০), মনির আসলাম (২৩), মো. জাহাঙ্গীর (২৮), মো. শাকিল (২১), মো. সাইফুল ইসলাম (৩০), মো. সুমন (২০), মেহেরাজ রহমান রাকিব (২৯) ও গোলাপী বেগম (৪৬)।
সিএমপি সূত্র জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসীবিরোধী আইন ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।