চট্টগ্রামে স্কুল ও মাদ্রাসা সাঁতারে পৃথ্বীরাজ ও আমেনা সেরা

1

জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া সমিতি চট্টগ্রাম আয়োজিত ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রৃতিযোগিতার সাঁতারে চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র পৃথ্বীরাজ বোস বালক বড় বিভাগে, হাটহাজারী উপজেলার হযরত আকবর শাহ সুন্নিয়া মাদ্রাসার ছাত্র মো. মোবারক হোসেন বালক মধ্যম গ্রুপে এবং বোয়ালখালী উপজেলার ইকবাল পার্ক বালিকা স্কুলের ছাত্রী আমিনা আক্তার বালিকা বড় গ্রুপে, একই উপজেলার হযরত আয়েশা (রাঃ) মহিলা মাদ্রাসার ছাত্রী সানজিদা আরেফীন বালিকা মধ্যম গ্রুপে সেরা সাঁতারু হওয়ার গৌরব অর্জন করে। গত ১৬ অক্টোবর চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সুইমিং পুলে জেলা পর্যায়ের সাঁতারে এই চারজন সাঁতারু ট্র্যাকে ঝড় তোলে। ছেলে-মেয়ে মিলিয়ে শতাধিক সাঁতারু দিনব্যাপী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার উত্তম খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে ডা. খাস্তগীর সরকারি বালিকা স্কুলের প্রধান শিক্ষক ওএমএম ইউনুস ও সহকারি জেলা শিক্ষা কর্মকর্তা আলমগীর কবির বিশেষ অতিথি ছিলেন।