চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৮৪৩ জনের নমুনা পরীক্ষায় ২০০ জনের শরীরে করোনা পজিটিভ হয়েছে। এ নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো চট্টগ্রামে শনাক্তের সংখ্যা হলো ২০০ জন। এদের মধ্যে মহানগরের ১৬৯ জন এবং উপজেলায় ৩১ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ হাজার ৩২৫ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় কারো মৃত্যু হয়নি। এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন ৩৮৩ জন। এদের মধ্যে ২৮১ জন নগরের ও ১০২ জন উপজেলার বাসিন্দা। গতকাল শনিবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামের ৫টি ল্যাবে এক হাজার ৮৪৩টি নমুনা পরীক্ষা করে ২০০ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ সময় চট্টগ্রামে করোনায় কারো মৃত্যু হয়নি।
ল্যাবভিত্তিক তথ্যমতে, ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রাপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৯৯৮ জনের নমুনা পরীক্ষায় ৫৩ জনের দেহে করোনা পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ৫০১ জনের নমুনা পরীক্ষা করে দিনের সর্বোচ্চ ৭০ জনের করোনা পাওয়া গেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৩৯ জনের নমুনা পরীক্ষা করে ৩২ জনের করোনা পজিটিভ এসেছে। নগরীর বেসরকারি করোনা পরীক্ষাগারের মধ্যে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৭৭ জনের নমুনা পরীক্ষা করে ৪০ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৮ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের শরীরে করোনা মিলেছে।