নিজস্ব প্রতিবেদক
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিমের বাসায় হামলা ও ভাঙচুর এবং চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে একে একে এসব হামলা চালানো হয়। এতে শিক্ষামন্ত্রীর বাসার জানালার কাচ, পার্কিংয়ে রাখা গাড়ি এবং মেয়রের বাসার প্রধান ফটক ভাঙচুর করা হয়। আগুনে এমপি বাচ্চুর কার্যালয়ে আসবাবপত্র পুড়ে যায়।
জানা যায়, গতকাল নগরীর নিউমার্কেট মোড়ে বিকাল তিনটা থেকে সোয়া পাঁচঁটা পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান ছিল আন্দোলনকারীদের। এরপর মিছিল নিয়ে টাইগারপাসের দিকে অগ্রসর হয়। টাইগারপাস মোড়ে পৌঁছে মিছিল থেকে একটি অংশ গিয়ে পুলিশ বক্স ভাঙচুর করে লালখান বাজারের দিকে অগ্রসর হয়। এসময় তারা এমপি মহিউদ্দিন বাচ্চুর কার্যালয়ে আগুন দেয়। এরপর মিছিলটি দুই নম্বর গেটের দিকে অগ্রসর হয়। দুই নম্বর গেট এলাকায় পৌঁছলে সেখান থেকে একটি অংশ শিক্ষামন্ত্রীর বাসায় হামলা চালায়। তাদের ছোড়া ইটপাটকেলে শিক্ষামন্ত্রীর বাসার জানালার কাচ ও পার্কিংয়ে রাখা গাড়ি ভাঙচুর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মিছিল থেকে প্রায় দুই-আড়াইশ আন্দোলনকারী মন্ত্রীর বাসভবনের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। বাসার সামনে থাকা একটি পাজেরো জিপসহ আরও গাড়ি ভাঙচুর করে। এরপর বৈঠকখানার জানালার কাচ, ফুলের বাগান তছনছ করে। এসময় মন্ত্রীর মা ও চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন বাসায় ছিলেন বলে জানা গেছে। পরে মিছিলটি বহদ্দারহাট পৌঁছলে মেয়রের বাড়ি লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করে।এতে মেয়রভবনের প্রধান ফটক ক্ষতিগ্রস্ত হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বলেন, আন্দোলনকারীরা বিনা উস্কানিতে দেওয়ানহাট মোড়ে পুলিশ বক্স ভাঙচুর করে। ওয়াসায় এমপি মহিউদ্দিন বাচ্চুর কার্যালয় ও জিইসি মোড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে আগুন দেয়। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষামন্ত্রী ও মেয়রের বাসায় হামলা করা হয়।