পূর্বদেশ ডেস্ক
দেশের আট বিভাগের কোথাও কোথাও আরও তিনদিনের ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সঙ্গে চট্টগ্রাম ও ঢাকা শহরে জলাবদ্ধতা তৈরির সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল মঙ্গলবার রাজধানীর সকাল ঝিরঝিরে বৃষ্টি দিয়ে শুরু হলেও দুপুরের দিকে নামে ঝুম বৃষ্টি। আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকার ফলে গতকাল দুপুর ২টা থেকে পরবর্তী ৭২ ঘন্টায় চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।
ফলে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। খবর বিডিনিউজের।
এর আগে রোববার পর্যন্ত টানা বৃষ্টিপাতের আভাস দিয়েছিল আবহাওয়া অফিস। এর মধ্যে সোমবার সকাল থেকে পরবর্তী তিনদিনের জন্য সারাদেশের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সতর্কতাও জারি করা হয়।
গতকাল সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ ৭৬ মিলিমিটার বৃষ্টি ঝরেছে চট্টগ্রামের সদ্বীপে। এছাড়া সীতাকুন্ডে ৬২, ফেনীতে ৫৯, সাতক্ষীরায় ৫৮, খুলনার কয়রা ও কক্সবাজারে ৫৭ মিলিমিটারসহ সারাদেশে কম-বেশি বৃষ্টি হয়েছে।
সাধারণত ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টি হলে তা হালকা, ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টি হলে মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টি হলে মাঝারি ধরনের ভারি, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তা ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে সেটিকে বলা হয়ে থাকে অতিভারি বৃষ্টিপাত।