নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিভাগের ১০টি ইউনিটে বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন কার্যক্রম শুরু হচ্ছে। আজ শনিবার সকালে নগরীর নাসিমন ভবনস্থ নগর বিএনপির দলীয় কার্যালয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
জানা গেছে, শুধুমাত্র পুরাতন সদস্যরাই নবায়নের আওতায় আসবেন। যারা পূর্বে সদস্য ছিলেন এবং বিভিন্ন কারণে দল থেকে বহিষ্কার হয়েছেন বা অব্যাহতি পেয়েছেন, তারা এই নবায়ন প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না।
বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, শনিবার থেকে চট্টগ্রাম বিভাগের ১০ ইউনিটে একযোগে সদস্য নবায়ন ফরম বিতরণ শুরু হবে। এ কার্যক্রম দুই মাস চলবে। এরপর কার্যক্রম মূল্যায়ন করে সময়সীমা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা।
মহানগর বিএনপির আহব্বায়ক এরশাদ উল্লাহ জানান, সদস্য নবায়ন কার্যক্রম শনিবার শুরু হবে এবং নবায়ন প্রক্রিয়া চলমান থাকবে। নতুন সদস্য অন্তর্ভুক্তি আপাতত হচ্ছে না। পুরাতন সদস্যরাই নির্ধারিত ফরম পূরণ করে তাদের সদস্যপদ নবায়ন করবেন। যারা বহিষ্কৃত তারা বহিষ্কারাদেশ প্রত্যাহার হলে তখন নবায়ন করতে পারবেন। তার আগে তো সে প্রাথমিক সদস্যই নয়।
সদস্যপদ নবায়নের এই উদ্যোগকে ঘিরে দলের নেতাকর্মীদের উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। প্রত্যাশা করা হচ্ছে, দলীয় কাঠামোকে শক্তিশালী ও সংঘটিত করে তোলার এই উদ্যোগ বিএনপিকে আগামী দিনের রাজনৈতিক কার্যক্রমে অধিকতর সক্রিয় ভ‚মিকা রাখতে সহায়তা করবে।
দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেন, বিভাগীয়ভাবে সদস্য নবায়ন কার্যক্রম শুরু হবে। তারপর আমরা ইউনিটে কার্যক্রম পরিচালনা করবো।
আজ উদ্বোধনের মধ্যদিয়ে চট্টগ্রাম বিভাগের আওতাধীন প্রতিটি জেলা ও মহানগর ইউনিটে একযোগে সদস্য নবায়ন কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।