নিজস্ব প্রতিবেদক
গাজা ও রাফা সীমান্তে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা, মানবিক বিপর্যয় এবং গণহত্যার প্রতিবাদে শান্তি সমাবেশ ও সংহতি র্যালি করেছে বিএনপি। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকালে এ শান্তি সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়। নগরের জমিয়াতুল ফালাহ জামে মসজিদের সামনে থেকে শুরু হওয়া রর্্যালিটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিকে ঘিরে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দুপুরের পর থেকেই জড়ো হতে থাকেন। তাদের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা, প্রতিবাদী ব্যানার ও প্ল্যাকার্ড। তারা ‘গাজা হত্যাযজ্ঞ বন্ধ করো’, ‘ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ’, ‘বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়াও’ এই ধরনের বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এর আগে শান্তি সমাবেশে মহানগর বিএনপির আহব্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে এবং সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয়, মহানগর ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, গাজায় যেভাবে নারী, শিশু ও সাধারণ মানুষের ওপর নির্বিচারে হামলা চালানো হচ্ছে, তা ইতিহাসের অন্যতম জঘন্য মানবিক বিপর্যয়। এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের কঠোর প্রতিক্রিয়া জরুরি।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার বলেন, গাজায় প্রতিদিন অসংখ্য মানুষ নিহত হচ্ছেন। এমন বর্বরতার বিরুদ্ধে শুধু নিন্দা নয়, কার্যকর প্রতিরোধ প্রয়োজন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বারবার যুদ্ধাপরাধ করছে। অথচ জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায় এ বিষয়ে কার্যকর কোনো ভূমিকা রাখতে পারছে না। বাংলাদেশ থেকে আমাদের শক্ত প্রতিক্রিয়া জানাতে হবে, কারণ আমরা ফিলিস্তিনের ন্যায়সংগত অধিকার ও আত্মনিয়ন্ত্রণের সংগ্রামের পক্ষে।
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন বলেন, ফিলিস্তিনের মাটি রক্তে ভিজে গেছে। প্রতিটি ঘরবাড়ি এখন ধ্বংসস্তূপে পরিণত। এই অব্যাহত হত্যাযজ্ঞ বন্ধে বিশ্ববাসীকে জেগে উঠতে হবে। আমরা যারা আজ এখানে দাঁড়িয়ে আছি, আমরা এক ধরনের নৈতিক দায়িত্ব পালন করছি, মানবতার পক্ষে অবস্থান নেওয়ার দায়িত্ব।
এতে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহব্বায়ক ইদ্রিস মিয়া, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক এম.এ. হালিম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক আলী আব্বাস, এম এ আজিজ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, শওকত আজম খাজা, আহমেদুল আলম রাসেল, শিহাব উদ্দিন মুবিন, মনজুরুল আলম প্রমুখ।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে গাজায় চলমান হত্যাযজ্ঞের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা দাবি করেন এবং বাংলাদেশের পক্ষ থেকেও সরকারি পর্যায়ে জোরালো অবস্থান নেওয়ার আহবান জানান। তারা বলেন, আজকের এই র্যালি কেবল প্রতিবাদ নয়, একটি ন্যায়সঙ্গত সংগ্রামে অংশগ্রহণের প্রকাশ। এই গণজাগরণ চলমান থাকবে, যতদিন না ফিলিস্তিন স্বাধীনতা পায়।