চট্টগ্রামে পর্বে প্লাস্টিকমুক্ত বিপিএল ম্যাচ

1

নিজস্ব প্রতিবেদক

তারুণ্যের উৎসব বিপিএল চট্টগ্রামে পর্বের সকল খেলা চলাকালে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনার জন্য বিভিন্ন সচেতনতা মূলক পদক্ষেপ নিয়েছে পরিবেশ অধিদপ্তর। বর্জ্য শুন্য ম্যাচ উপহার দিতে তরুণ সেচ্ছাসেবী নিয়োগ, ভ্রাম্যমাণ ময়লার বিন, সচেতনতার বিভিন্ন প্রর্দশনী। এর মাধ্যমে দর্শকদের মাঝে পরিবেশের জন্য মারাত্মক হুমকি প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনা। একই সাথে পরিবেশ সর্ম্পকে দর্শকদের মাঝে সচেতনতা বৃদ্ধি করা।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবারের বিপিএল চট্টগ্রাম পর্বে পরিবেশ অধিদপ্তরের পক্ষে থেকে জহুর আহমেদ স্টেডিয়ামের ফ্যান জোনে ময়লা সংগ্রহে ১৫টি বিন বসানো হবে। পানি খাওয়ার জন্য প্লাস্টিকের কাপের পরির্বতে কাগজের কাপ রাখা হবে। এসব পরিচালনায় প্রতিম্যাচে ১৫ জন করে সেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। তারা দর্শকের কাছ থেকে ব্যবহৃত প্লাস্টিক সংগ্রহ করে নির্দিষ্ট জায়গায় রাখবে। একই সাথে দর্শকদের মধ্যে একক ব্যবহারযোগ্য প্লাস্টিকের পরির্বতে পুর্নব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহারে সচেতনতা সৃষ্টি করবে। প্রতিম্যাচে একজনকে পরিবেশবান্ধব কর্মসূচি পরিচালনায় পুরস্কৃত করা হবে।
পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক মুক্তাদির হাসান বলেন, প্লাস্টিক দূষণে মারাত্মক পরিবেশ বিপর্যয় ঘটেছে। এর থেকে রক্ষা পেতে প্লাস্টিক ব্যবহার কমানোর কোন বিকল্প নেই। মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর এ কর্মসূচি হাত নিয়েছে। পরিবেশ রক্ষায় উপদেষ্টাও বেশ আন্তরিক।