চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৫৮২ জনের নমুনা পরীক্ষায় ৬৬ জনের শরীরে করোনা পজিটিভ হয়েছে। এদের মধ্যে মহানগরে ৫৭ জন এবং উপজেলায় ৯ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৭২৭ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করেনায় ১ জনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন ৩৭০ জন। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. সেখ ফজরে রাব্বি জানান, চট্টগ্রামের ৮টি ল্যাব ও কক্সবাজার মেডিকেলে এক হাজার ৫৮২ জনের নমুনা পরীক্ষা করে ৬৬ জনের শরীরে কোভিড পজিটিভ এসেছে। এ সময় চট্টগ্রামে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে।
ল্যাবভিত্তিক তথ্যমতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২০টি নমুনা পরীক্ষা করে ২ জনের শরীরের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ৭১১টি নমুনা পরীক্ষা করে ১৪ জনের শরীরে করোনা পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৫৭৪টি নমুনা পরীক্ষা করে ১৭ জনের শরীরে করোনা মিলেছে। চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ল্যাবে ৭১টি নমুনা পরীক্ষা ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪৭টি নমুনা পরীক্ষা করে ১৩ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৩৮টি নমুনা পরীক্ষা করে ৬ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৮টি নমুনা পরীক্ষা করে ১ জন করোনা শনাক্ত হয়েছে। জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ৫টি নমুনা পরীক্ষা করা হয়। এতে একটি নমুনা পজেটিভ শনাক্ত হয়। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৮টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা পাওয়া যায়নি।