চট্টগ্রামে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ব্যবস্থাপনা কমিটি সমন্বয় সভা

1

বর্ণাঢ্য আয়োজনে আগামী ১১ জানুয়ারী শনিবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য জিয়া ক্রিকেট টুর্নামেন্ট সফল ও উৎসবমুখর করার লক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় সার্বিক ব্যবস্থাপনা কমিটি ও উপ-কমিটি আহবায়কগণের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সার্বিক ব্যবস্থাপনা কমিটির আহবায়ক মসিউল আলম স্বপন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। এতে আরো উপস্থিত ছিলেন আপ্যায়ন উপ-কমিটির আহব্বায়কঃ মোহাম্মদ শাহ আলম, মিডিয়া উপ-কমিটির আহব্বায়কঃ আর ইউ চৌধুরী শাহীন, শৃঙ্খলা উপ-কমিটির আহব্বায়কঃ শওকত আজম খাজা, সার্বিক ব্যবস্হাপনা কমিটির সদস্য ইয়াছিন চৌধুরী লিটন, অভ্যর্থনা উপ-কমিটির আহব্বায়কঃ আহমেদুল আলম চৌধুরী রাসেল, ভেন্যু ব্যবস্থাপনা(মাঠ) উপ-কমিটির আহব্বায়কঃ মোহাম্মদ সালাউদ্দিন, সাংস্কৃতিক উপ-কমিটির আহব্বায়ক আমিনুল ইসলাম, ব্যবস্হাপনা কমিটির সদস্য কামরুল ইসলাম, শিহাব উদ্দিন মুবিন, এইচ এম রাশেদ, এম এ মুছা বাবলু, কাউসার হোসেন বাবু, তৌহিদুস সালাম নিশাদ, প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য সচিব ফজলুর হক সুমন, সাজসজ্জা উপ-কমিটির আহব্বায়কঃ দিদারুল ইসলাম দিদার, সার্বিক ব্যবস্হপনা কমিটির সদস্য নুর জাহেদ বাবলু প্রমুখ।