চট্টগ্রামে জিয়া ক্রিকেট ব্যবস্থাপনা কমিটি ও উপ-কমিটি সমন্বয় সভা

1

বর্ণাঢ্য আয়োজনে আগামী ৩০শে নভেম্বর শনিবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর টি-২০ ম্যাচ সফল ও উৎসবমুখর করার লক্ষ্য চট্টগ্রাম বিভাগীয় সার্বিক ব্যবস্থাপনা কমিটি ও উপ-কমিটি আহবায়কগণের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় সার্বিক ব্যবস্থাপনা কমিটির আহবায়ক মসিউল আলম স্বপন এর সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন ভেন্যু ব্যবস্থাপনা(মাঠ) উপ-কমিটির আহব্বায়ক মোহাম্মদ সালাউদ্দিন, অভ্যর্থনা উপ-কমিটির আহব্বায়ক আহমেদুল আলম চৌধুরী রাসেল, আপ্যায়ন উপ-কমিটির আহব্বায়ক মোহাম্মদ শাহ আলম, প্রচার ও প্রকাশনা উপ-কমিটির আহব্বায়ক মোশাররফ হোসেন দীপ্তি, মিডিয়া উপ-কমিটির আহব্বায়ক আর ইউ চৌধুরী শাহীন,সাংস্কৃতিক উপ-কমিটির আহব্বায়ক এম এ মুছা বাবলু, শৃঙ্খলা উপ-কমিটির আহব্বায়ক শওকত আজম খাজা, সাজসজ্জা উপ-কমিটির আহব্বায়ক শহীদুল ইসলাম চৌধুরী, সার্বিক ব্যবস্থপনা কমিটির সদস্য কামরুল ইসলাম, কাউসার হোসেন বাবু, তৌহিদুস সালাম নিশাদ, আবু বক্কর সিদ্দিক, নুর জাহেদ বাবলু প্রমুখ।