চট্টগ্রামের জুলাই গণহত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করা এবং অভিযুক্তদের বিচারের আওতায় আনার দাবিতে ২১ জুন নগরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা ফারাজ করিমকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার ষড়যন্ত্রের নিন্দা জানান। একইসাথে হাইকোর্টের এক উচ্চপদস্থ কর্মকর্তার দ্বৈত ভূমিকার সমালোচনা করা হয়।
বক্তারা বলেন, আল্লাহর গজব পড়বে। শহীদদের রক্তের সাথে বেইমানি করবেন না। এখনও সময় আছে, ভুলের প্রায়শ্চিত্ত করার। এসব অপকর্ম বন্ধ করুন। না হলে চট্টগ্রাম থেকে শহীদদের পরিবার সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশে বক্তব্য দেন ইঞ্জিনিয়ার জীবন চৌধুরী, এডভোকেট এনাম, জমির উদ্দিন নাহিদ, ইঞ্জিনিয়ার রেজাউল করিম, ইফতেখারুল ইসলাম ইফতি, বেলাল বিন জসীম (তাসকিন), আরিফ মইনুদ্দিন, চৌধুরী সিয়াম এলাহী, আবির বিন জাবেদ, ওমর ফারুক, সাজ্জাদ খান, জমির উদ্দিন। সঞ্চালনা করেন জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্স এর মুখ্য সংগঠক ফয়সাল চৌধুরী এবং মুখপাত্র নাফিজা সুলতানা অমি। বিজ্ঞপ্তি