চট্টগ্রামে খেলোয়াড়, কর্মকর্তা, সংগঠকদের বিক্ষোভ

3

স্পোর্টস ডেস্ক

চট্টগ্রামের একমাত্র মাল্টি পারপাস খেলার মাঠ এম এ আজিজ স্টেডিয়াম বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে আগামী ২৫ বছরের জন্য বরাদ্দ প্রদানের সিদ্ধান্ত পরিবর্তনের দাবিতে বেশ ক’দিন ধরেই উত্তাল স্টেডিয়ামপাড়া। দাবী আদায়ে এরইা মধ্যে প্রধান উপদেষ্টা, ক্রীড়া উপদেষ্টা, ত্রাণ ও মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টাসহ ক্রীড়াঙ্গন সংলিষ্টদের কাছে প্রেরণ করা হয়েছে স্মরকলিপি। পাশাপাশি গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে করা হয়েছে একাধিক সাংবাদিক সম্মেলন, মানববন্ধন, মতবিনিময় সভা। মঙ্গলবার সকালেও অনুষ্ঠিত হয় মাঠ রক্ষা কমিটির ব্যানারে চট্টগ্রামের সর্বস্থরের মানুষের অংশগ্রহনে বিশাল মানববন্ধন।
কিন্তু বিকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দুইজন অফিসিয়াল জাবের আনসারি ও তানভীর এম এ আজিজ স্টেডিয়ামে উপস্থিতির সংবাদে বিক্ষোভে ফেটে পড়ে বিভিন্ন একাডেমির খেলোয়াড়, কর্মকতারা। স্টেডিয়াম চত্বরে তাদের অবস্থান রুপ নেয় গণবিক্ষোভে। এমতাবস্থায় ঢাকা থেকে আগত বাফুফের দুই অফিসিয়াল দ্রুত স্টেডিয়াম এলাকা ত্যাগ করেন। এই সময় ক্ষুদ্রে খেলোয়াড়েরা “গো ব্যাক বাফুফে”, “মাঠ বরাদ্দ বাতিল কর, করতে হবে” শ্লোগানে মিছিলের মাধ্যমে স্টেডিয়ামের পাশবর্তী সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ চলাকালে স্টেডিয়াম চত্বরে চট্টগ্রামের বিপুল সংখ্যক ক্রীড়া সংগঠক ও ক্লাব কর্মকতারা উপস্থিত ছিলেন।
জানা যায়, চট্টগ্রামে একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য এম এ আজিজ স্টেডিয়ামের বর্তমান অবস্থা দেখার জন্য বাফুফের দুই অফিসিয়াল চট্টগ্রাম আসেন। কিন্তু ক্লাব প্রতিনিধি, ক্রীড়াপ্রেমীদের অবস্থান ও খেলোয়াড়দের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে তারা স্টেডিয়াম পরিদর্শন না করে ঢাকা ফিরে যান।