চট্টগ্রামে কারফিউ ১৬ ঘণ্টা শিথিল থাকবে

8

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বুধবার (৩১ জুলাই) কারফিউ ১৬ ঘণ্টা শিথিল থাকবে। সকাল ৬টা  থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ। তিনি বলেন, বুধবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।

এরপর থেকে রাত ১০টা পর্যন্ত ১৬ ঘণ্টা বিরতি দিয়ে পুনরায় কারফিউ বলবৎ হবে। এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ,গাজীপুর ও নরসিংদীতে বুধবার থেকে শনিবার সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।